৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে জাজিরা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যেগে দুর্নীতি বিরোধী দিবস ২০১৩ ইং মানব বন্ধন ও রেলির আয়োজন করা হয়।রেলিতে অংশগ্রহন করেন মো: আব্দুল কাদের উপজেলা নির্বাহী অফিসার জাজিরা, শরীয়তপুর। জাজিরা ইউনির্ভাসিটি কলেজের অধ্যক্ষ মো: মতিউর রহমান, বি.কে. নগর বংঙ্গবন্ধু ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: আলমগীর হেসেন, জাজিরা ইউনিয়নের চেয়াম্যান এস এম মাস্টার রফিকুল ইসলাম, জাজিরা ইউনির্ভাসিটি কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। মানব বন্ধন ও রেলিতে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন মো: আব্দুল কাদের স্যার উপজেলা নির্বাহী অফিসার জাজিরা, শরীয়তপুর। ও জাজিরা ইউনির্ভাসিটি কলেজের অধ্যক্ষ মো: মতিউর রহমান। বক্তব্যের আলোচ্য বিষয়: ছিল আমরা কিভাবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বো, দুর্নীতি করবো না দুর্নীতি সইবো না, দুর্নীতিকে প্রোসরয় দিব না।
অবশেষে উপজেলা নির্বাহী অফিসার স্যার সবাইকে ধন্যবাদ জানিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের মানব বন্ধব ও রেলির সমাপ্তি ঘোষনা করেন।
মো: আনোয়ার হোসেন
উদ্যোক্তা
বিলাসপুর ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র
জাজিরা, শরীয়তপুর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS